২০২৫
সালে হজ করতে চান?
তাহলে কিছু নতুন নিয়ম
জেনে রাখা দরকার। সৌদি
সরকার প্রতিবছরই কিছু না কিছু
পরিবর্তন আনে। সময়মতো জানা
না থাকলে অনেকেই আবেদন মিস করে ফেলেন।
এবার
ডিজিটাল হজ কার্ড চালু
হচ্ছে। এতে আপনার ভিসা,
হোটেলের তথ্য, গাড়ির ব্যবস্থা সব কিছু একটা
QR কোড আকারে থাকবে। মানে কাগজপত্র বহন
করার ঝামেলা কমবে।
Nusuk অ্যাপ
এখন বাধ্যতামূলক। হজ বুকিং, জিয়ারতের
সময়, এমনকি খাবার অর্ডারও এই অ্যাপ দিয়ে
করতে হবে। তাই আগে
থেকেই অ্যাপটা ডাউনলোড করে দেখে নিন
কীভাবে কাজ করে।
বয়স
সীমা আছে। ১২ বছরের
নিচে কেউ আবেদন করতে
পারবে না। আর টিকা
সার্টিফিকেট ছাড়া ভিসা অনুমোদন হবে
না। মেনিনজাইটিস আর কোভিডের টিকা
নিতেই হবে।
আবেদনের
জন্য পাসপোর্ট লাগবে যার মেয়াদ কমপক্ষে
৬ মাস। কয়েকটা ছবি
লাগবে, স্বাস্থ্য সনদ, জাতীয় পরিচয়পত্র,
আর পেমেন্টের রিসিপ্ট। Shatabdi Aviation পুরো আবেদন প্রক্রিয়া
অনলাইনেই সম্পন্ন করতে সাহায্য করে,
তাই বারবার অফিসে যাওয়ার ঝামেলা নেই।
২০২৫
সালের হজ হতে পারে
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর। তাই সময়মতো
প্রস্তুতি নিন, কাগজপত্র গুছিয়ে
ফেলুন। আর বিশ্বাস রাখুন,
আল্লাহ যার নিয়ত কবুল
করেন, তার হজ কখনো
ব্যর্থ হয় না।
Cart is empty