March 1, 2026 (Sunday)
4:24 PM - 4:24 PM
হাউজ ৮২, সৈনিক ক্লাব, বনানী, ঢাকা- ১২১৩
0 (0 available)

 

 এই প্রোগ্রামে প্রতিটি জেলা থেকে একজন যোগ্য মোয়াল্লিম নির্বাচন করে তাঁকে দেওয়া হবে—

 

১। নেতৃত্বগুণ বিকাশের কৌশলঃ কীভাবে একজন মোয়াল্লিম হিসেবে নেতৃত্ব, দায়িত্ববোধ ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা তৈরি করবেন।

২। অনলাইন–অফলাইন মার্কেটিং — কীভাবে নিজের পরিচিতি ও বিশ্বাসযোগ্যতা বাড়াবেন।

৩। সেলস লিডারশিপঃ সেলস না করে কিভাবে মানুষকে দিয়ে আপনার সার্ভিস কিনাবেন?

৪। নেটওয়ার্কিং স্কিল — কীভাবে পরিচিতি বাড়িয়ে সবাইকে একটিভ ও কানেক্টেড রাখবেন।

৫। সৌদি ট্যুরিজম আপডেট — সৌদি আরবের ট্যুরিজম ও নতুন সুযোগ সম্পর্কে বিশেষ সেশন।

৬। সৌদিতে ব্যবসা করার গাইডলাইনঃ ব্যবসায়িক সুযোগ, নিয়ম-কানুন, সম্ভাব্য পার্টনারশিপ ও উদ্যোক্তা হিসেবে করণীয় এবং দিক নির্দেশনা।

৭। হজ–উমরাহ গাইড চেকলিস্ট — একজন মোয়াল্লিমের শুরু থেকে শেষ পর্যন্ত করণীয় তালিকা।

৮। হজ ও উমরাহ্‌ সেবার মাধ্যমে কিভাবে উপার্জনের পরিমান বৃদ্ধি করবেন



ইভেন্ট এর লোকেশন

ইভেন্ট সম্পর্কে প্রশ্নোত্তর

আপনি আমাদের ওয়েবসাইট থেকে "রেজিস্ট্রেশন করুন" বাটনে ক্লিক করে ফর্ম পূরণ করে নিবন্ধন করতে পারবেন। এছাড়া চাইলে সরাসরি অফিসে এসে রেজিস্ট্রেশন করা যাবে।

পেমেন্ট করতে পারবেন ব্যাংক ট্রান্সফার, বিকাশ/নগদ/রকেট, ভিসা কার্ড, মাস্টার কার্ড এর মাধ্যমে। রেজিস্ট্রেশনের সময় আপনাকে পেমেন্ট ডিটেইলস দেওয়া হবে।

হজ মাস্টারি প্রোগ্রাম ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বিকাল ৩:০০ টায় অনুষ্ঠিত হবে। বিস্তারিত সময়সূচি নিবন্ধনের পর আপনাকে জানানো হবে।

হ্যাঁ, প্রোগ্রামটি মূলত মোয়াল্লিম, হজ/উমরাহ গাইড এবং যারা হাজীদের সেবা প্রদান করেন তাদের জন্য। তবে আগ্রহী যে কেউ যোগ দিতে পারবেন। 

শতাব্দী এভিয়েশনের হেড অফিস ঢাকার ৮২ সৈনিক ক্লাব, এয়ারপোর্ট রোড, ঢাকা- ১২১৩। চাইলে ফোন বা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতেও পারবেন। আমাদের ওয়েবসাইটে সব তথ্য পাবেন। 

না, আমরা এই সেশনটি অনলাইন পরিচালনা করছিনা। 

না, নিবন্ধিত অংশগ্রহণকারীদের জন্য ইভেন্ট স্লাইড সরবরাহ করা হবে।

আমাদের হটলাইন নম্বরে 01303468400, 01303468402 কল করতে পারবেন অথবা ইমেইল করতে পারবেন shatabdiaviation.com এ।

Cart

Cart is empty